কুসুম কুসুম কথায় আন্দোলন হয় না: নুর

কুসুম কুসুম কথায় আন্দোলন হয় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। এ সময় বিরোধী সব রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।

Islami Bank

প্রধানমন্ত্রীকে খুনি দাবি করে নুর বলেন, গত ১৪ বছরে আপনি দেশে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছেন। আজ যদি আপনার পতন হয় তাহলে কাউকেই পাশে পাবেন না। কাজেই এখনও সময় আছে বিরোধী দলের সব নেতাকে মুক্তি দিন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পদত্যাগ করুন।

আরও পড়ুন>> বিএনপি জানে, নির্বাচন করলে ক্ষমতায় আসতে পারবে না: প্রধানমন্ত্রী

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আলরাজি কমপ্লেক্সের সামনে ২৮ অক্টোবরের সংঘর্ষে নিহত ব্যক্তিদের গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল-পূর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

one pherma

বিএনপির রাজনৈতিক শক্তিকে কোমরের সঙ্গে তুলনা করে নুর বলেন, কেউ যদি ভেবে থাকেন বিএনপির মাজা ভেঙে গেছে, তাহলে তাদের ভাবনা ভুল হবে। বাম-ডান-চরমোনাই সব রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানিয়ে সাবেক এ ডাকসু ভিপি বলেন, সবাই মিলে রাস্তায় নেমে আন্দোলন করলে ২৪ ঘণ্টার মধ্যে এ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

গণ অধিকার পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us