কারাগারে নায়ক জয়!

সম্প্রতি ইসলাম মিয়া পরিচালিত সিনেমা ‘আমার শেষ কথা’ সেন্সর বোর্ডে প্রদর্শনের পর নিষিদ্ধ করা হয়। চলচ্চিত্র সেন্সরশিপ আইন লঙ্ঘন করায় চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার পর ফের সিনেমাটির শুটিং করছেন নির্মাতা।

Islami Bank

সম্প্রতি গাজীপুরের পূবাইলে শুরু হয়েছে দৃশ্যধারণের কাজ। এতে জুটি বেঁধে অভিনয় করছেন জয় চৌধুরী ও কাজী জারা টায়রা। নতুন করে শুরু হওয়া শুটিংয়ের একটি দৃশ্যে দেখা যায়, কারাগারে কয়েদির বেশে জেল রক্ষীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন জয় চৌধুরী। তবে ভক্তরা প্রথমে কিছুটা চিন্তায় পড়ে গেলেও পরে সবাই বুঝতে পারেন এটি সিনেমার একটি দৃশ্য।

আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৩৮

এ প্রসঙ্গে এ নায়ক বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা যে বিষয়গুলো আপত্তি জানান, সেই দৃশ্যগুলো নতুন করে শুট করছি। সিনেমার গল্পে কিছু ভায়োলেন্স ছিল। এ ছাড়া আইনের প্রয়োগ কম দেখানো হয়েছিল। সেই বিষয়গুলো নতুন করে শুটিং হচ্ছে। এ কারণেই কয়েদির লুকে আমাকে দেখা যাচ্ছে। জানা গেছে ‘আমার শেষ কথা’- সিনেমাটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে।

one pherma

সিনেমার গল্পে দেখা যাবে, নায়ক নাস্তিক, ধর্ম বা ঈশ্বরে যার বিশ্বাস ছিল না। ঘৃণ্য সব কাজ করতো, মানুষ পাচার করতো। এমনকি নিজের স্ত্রীকেও পাচার করে দেয়। এক ঘটনার পরিপ্রেক্ষিতে সে ধর্মের পথে চলে আসে।

প্রসঙ্গত, ‘আমার শেষ কথা’ সিনেমায় আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি প্রমুখ।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us