বিএনপি নিজেদের পাতা ফাঁদেই পড়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই ফাঁদে পড়েছে। তারা নিজেরা আন্দোলন করছে, আবার নিজেরাই সেটা ভন্ডুল করছে।

Islami Bank

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ২৮ অক্টোবর বিএনপিই সমাবেশের নামে নাশকতা শুরু করেছিল। সেদিন তারা আন্দোলন বন্ধ করে আমাদের জন্য ফাঁদ পেতেছিল। কিন্তু সেই ফাঁদে নিজেরাই পড়েছে। এখন আর ফাঁদ থেকে উঠতে পারছে না।

আরও পড়ুন>> ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা চলছে তা সহ্যের বাইরে: ওবামা

one pherma

তিনি আরো বলেন, বিএনপির কোনো নেতা পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণের দায় এড়াতে পারবেন না। পুলিশের ওপর আক্রমণ, বাস পুড়িয়ে হেলপার মারা, হাসপাতালে হামলা চালানো- এসবের দায় মির্জা ফখরুলসহ বিএনপির কেউ কী এড়াতে পারে? তাদের নির্দেশেই এসব অপকর্ম হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা আওয়ামী লীগকে কখনো বঙ্গোপসাগরে ফেলেন, কখনো কর্ণফুলীতে-বুড়িগঙ্গায় ফেলেন। এখন জনগণের ভয়ে নিজেরা কোথায় লুকিয়েছেন? কানাডার আদালত যথাযথ বলেছে, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us