বাংলাদেশকে ২৮০ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল চমকপ্রদ। ১৩৫ রানে তুলে নেয় শ্রীলঙ্কার ৫ উইকেট। মনে হচ্ছিল, দুইশ বা এর ধারেকাছে লঙ্কানদের বেধে ফেলতে পারবে টাইগার বোলাররা। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ দলকে জয়ের জন্য ২৮০ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

Islami Bank

আজ চারিথ আসালঙ্গার ব্যাটে বড় পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চু্রি তুলে নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ১০৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় ১০৮ রান করেন তিনি। প্রথমে ধনাঞ্জয়া ডি সিলভা, পরে মাহিশ থিকাসানার সঙ্গে যথাক্রমে ৭৮ ও ৪৫ রানের জুটি গড়েন আসালঙ্কা। তাতেই ফুলে ফেঁপে লঙ্কানদের দলীয় সংগ্রহ।

আরও পড়ুন>> একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টা অবরোধ বিএনপির

৩৪ রান করা ডি সিলভাকে আউট করেন মেহেদি হাসান মিরাজ। থিকসানা (২২) শরিফুল ইসলামের শিকার বনেন। এর আগে ইনিংসের প্রথম ওভারে কুশাল পেরেরাকে (৪) আউট করেন এই টাইগার পেসার। প্রথম পাওয়াপ্লের পর লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস ১৯ রান করে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের স্পিনে ঘায়েল হন।

one pherma

বিশ্বকাপ অভিষেকে আরেক লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কাকে (৪১) আউট করেন তানজিম হাসান সাকিব। ৪১ রান করা সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইম আউটে শ্রীলঙ্কার পঞ্চম উইকেটে পতন হয়। এরপরই মিডল অর্ডারে শক্তহাতে দলের হাল ধরেন আসালঙ্কা।

৪৯তম ওভারে সেঞ্চুরিয়ান আসালঙ্কাকে নিজের দ্বিতীয় শিকার বানান তানজিম হাসান। শেষ দিকে কিছুটা ছন্দ ফিরে পায় টাইগার বোলাররা। এতে করে ৪৯.২ ওভারে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us