মেট্রোরেলে শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ সার্ভিস চালু

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ সার্ভিস চালু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। শুক্রবার ছাড়া প্রতিদিন সকালে বিশেষ দুটি ট্রেন উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

Islami Bank

মঙ্গলবার (৭ নভেম্বর) এমআরটি লাইন-৬ উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আরও পড়ুন>> অবরোধে স্থগিত হয়েছে যেসব চাকরির পরীক্ষা

বিজ্ঞপ্তিতে জানা হয়েছে, অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এ ট্রেন দুটিতে শুধু এমআরটি র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

one pherma

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ মেট্রোরেল চালু করা হয়েছে। তবে, সবার এমআরটি কার্ড থাকা লাগবে। কারণ ৭টা ১০ মিনিটে মেট্রোরেলের টিকিট এখনো চালু হয়নি।

গত শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পর দেশের প্রথম মেট্রোরেল কার্যত পূর্ণতা পেয়েছে। মেট্রোরেল চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের পথ মাত্র ৩৮ মিনিটে পার হতে পারছেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথের জন্য ভাড়া লাগছে ১০০ টাকা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us