কূটনীতিকদের সীমা লঙ্ঘন না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য ও সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ।

Islami Bank

বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিফ্রিংয়ে সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুন>> ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা তৃণমূল বিএনপির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের শুধু কালচারাল স্পেস দেয়া হয়েছে। তবে ভবিষ্যতে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। কোনো রাষ্ট্রদূত যেন সীমা লঙ্ঘন না করেন সে আহ্বান জানাচ্ছি।

one pherma

তিনি বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোন তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে।

এছাড়া ওয়াশিংটনে পিটার হাসের বিরুদ্ধে ঢাকা কোন আপত্তিপত্র পাঠায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us