কাশ্মীরে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

ভারতের জম্মু-কাশ্মীরের ডাল লেকে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে হাউসবোট। এতে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার কারণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন>> উপসচিব পদে ২৪০ কর্মকর্তার পদোন্নতি

প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে আরও কয়েকটি হাউসবোটে আগুন ধরে যায়। পরবর্তীতে বোটগুলো ছাই হয়ে গেলে মৃতদেহগুলি পাওয়া গেছে। এসব মৃতদেহের মধ্যে সাফিনা হাউসবোটে থাকা তিন বাংলাদেশি পর্যটক রয়েছে।

পুলিশ জানিয়েছে, অন্তত পাঁচটি হাউসবোট ধ্বংস হয়েছে, আরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভারতে যাওয়া যে কোনো পর্যটকের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ডাল লেক। এই লেকেই হাউসবোট নিয়ে থাকেন অনেক পর্যটক।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us