অবরোধের আগের রাতে রাজধানীতে পরপর চার বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে রাজধানীতে পরপর চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীবাহী চারটি বাসই পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া অফিসার আবু তালহা জসিম জানান, খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির ভেতরে আগুন দেওয়ায় সিটসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন>> নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি কমিশনার

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এর আগে রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলের নটরডেম কলেজের পাশে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডে এবং রাত ৯টায় গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৯টায় গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

এর আগে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী-যাত্রাবাড়ী রুটে চলাচলকারী যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ছুটে যায়।

আর রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলের নটরডেম কলেজের পাশে সবুজ বাংলা নামক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তবে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কারা আগুন দিয়েছে এ সম্পর্কেও ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি।

এদিকে অবরোধে আগের রাতে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে শুরু হবে। চলবে মঙ্গলবার ভোর পর্যন্ত। এর আগেও কয়েক দফা একই কর্মসূচি পালন করে বিরোধী দলগুলো। প্রতিবারের অবরোধ কর্মসূচির আগের রাতে এবং অবরোধ চলাকালে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us