আওয়ামী লীগ খুঁজলে অনেক ঘুষখোর পাওয়া যাবে: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমি বঙ্গবন্ধুর দলের মানুষ, বঙ্গবন্ধু আমার নেতা। যে আওয়ামী লীগের জন্ম দিয়েছি, আমি সেই আওয়ামী লীগ করি না। এই আওয়ামী লীগে খুঁজলে অনেক ঘুষখোর পাওয়া যাবে। পুলিশের চাকরি, পিয়নের চাকরি দিয়েও টাকা নেয় তারা।’

Islami Bank

শনিবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

আরও পড়ুন>> লন্ডনে ৫ লাখ ফিলিস্তিনপন্থির ঐতিহাসিক বিক্ষোভ

তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন মনে করে নৌকা দিলেই তারা পাস। এবার আমি একটু দেখতে চাই। নৌকা দিলে কেমনে ফেল করা যায়—এটাও একটু দেখতে চাই।’

one pherma

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘এখন দেশে পানি নাই, তাই নৌকারও তেমন কাজ নাই। আর ধানের শিষ, ২৮ অক্টোবর পর্যন্ত তারা ভালোই ছিল। ২৮ তারিখের পর থেকে তারা জ্বালাও-পোড়াও করছে। একটি রাজনৈতিক দল, তার যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে দেশের মানুষ তাদের কাছ থেকে কী পাবে?’

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মানুষ ভালোবাসে। আপনি ভোট চুরির সঙ্গে জড়িত চোরদের বোঝা নেবেন না। এই চোরদের জন্য বদনাম নিয়েন না। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি সেভাবেই থাকুন, আপনি চোরদের নেতা হইয়েন না।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us