মিরপুরে এক ঘণ্টায় তিন বাসে আগুন

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হওয়ার আগে মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আজ রাতে তিনটি বাসে আগুন দেওয়া হলো।

রাত সোয়া নয়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে মিরপুর ফায়ার স্টেশনের ১টি ইউনিট রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন করে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম ।

আরও পড়ুন>> শাহরুখের জওয়ানকে ছাপিয়ে গেলো সালমানের টাইগার ৩

এর আগে রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১ নম্বর এলাকার নবাবের বাগ উত্তরপাড়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ফের বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। এর আগে মঙ্গলবার রাতে এক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়া হলো। গত ২৮ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতার মধ্যে দেড় শতাধিক যানবাহন পুড়িয়ে দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

 ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us