তফসিল ঘোষণা হলেও সমঝোতার আশা ছাড়িনি: চুন্নু

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও সমঝোতার আশা ছাড়েননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

Islami Bank

বুধবার (১৫ নভেম্বর) তফসিল নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

মুজিবুল হক বলেন, আমরা আশা করেছিলাম, সব দলকে নিয়ে মিলেমিশে আলোচনার মাধ্যমে একটি পথ বের করা হবে। আমরা অনুরোধও করেছিলাম, এটি হলে ভালো হতো। তবে তফসিল ঘোষণা হলেও এখনও সময় আছে।

আরও পড়ুন>>  সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জানুয়ারি

তিনি বলেন, সরকারি দল আলোচনার উদ্যোগ নিতে পারে। নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে। তারা চাইলে সমঝোতার জন্য তফসিল পেছাতে পারে।

one pherma

এর আগে সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, আগামী বছরের (২০২৪) ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

ইবাংলা/এসআরএস

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us