ডেঙ্গুতে আরও ২৪ জনের মৃত্যু, মোট সংখ্যা ১৫শ’ ছাড়ালো

ডেঙ্গুতে গত একদিনে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এটি এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ মৃত্যু। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মারা গেলেন এক হাজার ৫২০ জন।

Islami Bank

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৪৯ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ২৭৪ জন। আর ২৪ জনের প্রাণহানির মধ্যে ঢাকায় ১৩ জন এবং ঢাকার বাইরে ১১ জন রয়েছে।

আরও পড়ুন>>  সংলাপের মাধ্যমে সমঝোতা অসাধ্য নয়: সিইসি

one pherma

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫২০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৮৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৩৬ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৬৬৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৮৯ হাজার ৩৯০ জন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us