২০২৪ সালে আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ২৪ দিন

আর্থিক প্রতিষ্ঠানের ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে দেখা গেছে এবার আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সবমিলিয়ে ছুটি পাবেন ২৪ দিন।

Islami Bank

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

আরও পড়ুন>> হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তানজিন তিশা

ছুটির তালিকায় দেখা যায়, ২০২৪ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এ ছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর বন্ধ থাকবে। সব মিলিয়ে আগামী বছর আর্থিক প্রতিষ্ঠানে ২৪ দিন ছুটি থাকবে। তবে এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার।

one pherma

আর্থিক প্রতিষ্ঠানের ২০২৪ সালের ছুটির তালিকা-

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ৭ এপ্রিল শবে কদর, ১০ থেকে ১২ এপ্রিল ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ১৪ এপ্রিল, ১ মে মহান মে দিবস, ২২ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৬ থেকে ১৮ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ১৭ জুলাই পবিত্র আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us