ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে গাছের ডাল ভেঙে ৩ বছরের শিশুর মৃত্যু

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় গাছের ডাল ভেঙে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মারা যাওয়া শিশুর নাম সিদরাতুল মুনতাহা।

আরও পড়ুন>> সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজ-আলুতে স্বস্তি নেই

জোরারগঞ্জ ইউনিয়নের মেম্বার আশরাফ উদ্দিন বলেন, ‘বিকেল ৫টার দিকে বাড়ির আঙিনায় খেলার সময় গাছের একটি ডাল ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us