বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইকুয়েডরকে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলোর লড়াইয়ে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। এদিন ব্রাজিলের হয়ে এস্তেভাও উইলিয়ান দুটি গোল করেছেন। এ ছাড়া লুইগি হানরির অন্য গোলটি করেছেন। অন্যদিকে ইকুয়েডরের হয়ে গোলটি করেন মাইকেল বারমুডেজ।

Islami Bank

আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৭

এর আগে, বয়সভিত্তিক এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে হার দেখেছে ব্রাজিল। ইরানের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। তবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে নক-আউট পর্ব নিশ্চিত করে দলটি। এবার শেষ আটে ওঠার লড়াইয়ে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সোমবার (২০ নভেম্বর) মানাহান স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ১৪তম মিনিটেই দলকে এগিয়ে দেন উইলিয়ান। এরপর প্রথমার্ধেই সমতায় ফেরে ইকুয়েডর। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে স্কোর ১-১ করেন বারমুডেজ।

one pherma

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭০তম মিনিটে আবারও এগিয়ে যায় সেলেসাওরা। এরপর শেষ দিকে লুইগি হানরির গোলে ৩-১ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা ও ভেনিজুয়েলার মধ্যকার বিজয়ী দল। শেষ ষোলোর ম্যাচে আগামী মঙ্গলবার মাঠে নামবে তারা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us