রেললাইনের ৪০ ক্লিপ খুলে নিয়েছে মাদকাসক্ত যুবক

ময়মনসিংহে রেললাইনের ক্লিপ খুলে নেয়ায় অভিযোগে অপু হাসান (৪০) নামে এক মাদকাসক্তকে আটক করেছে পুলিশ। এ সময় ৪০ টি ক্লিপ খুলে নেয়া হয়।

Islami Bank

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রেললাইনে হাঁটার সময় দেখতে পায়, দুজন রেললাইনের ক্লিপ খুলছে। শিক্ষার্থীরা তাদের ধরতে গেলে একজন দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা অপুকে আটক করে রেলওয়ে থানায় খবর দেন। পরে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপুকে আটক করে।

আরও পড়ুন>> ৩৩৬২ মনোনয়ন প্রত্যাশীকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী

one pherma

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্লিপগুলো লাইনে লাগানো হয়েছে। ক্লিপ খুলে নেয়ার ঘটনায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। আটক অপুর বিরুদ্ধে মাদক, চুরিসহ থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বলেন, ‘এই ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us