ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন ভারতীয় রুপির দাম

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার আরও দরপতন ঘটেছে। শুক্রবার (২৪ নভেম্বর) ভারতীয় রুপির দাম নেমে গেছে  সর্বকালের সর্বনিম্নে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই)  বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

এতে বলা হয়, ভারতের ইক্যুয়িটি বাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। এই প্রেক্ষাপটে দেশটির মুদ্রা রুপির মান কমেছে ২ পয়সা। আলোচ্য কার্যদিবসে প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮৩ দশমিক ৩৬ রুপিতে। মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় ইতিহাসে যা সবচেয়ে কম।

আরও পড়ুন>> এবার ৩৯ ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দিলো ইসরায়েল

কর্মদিবসের শুরুতে ভারতের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে ডলারপ্রতি দর ছিল ৮৩ দশমিক ৩৩ রুপি। দিনের শেষে তা গিয়ে দাঁড়ায় ৮৩ দশমিক ৩৬ রুপিতে। আগের দিন (বৃহস্পতিবার) যা ছিল ৮৩ দশমিক ৩৪ রুপি। সেই হিসাবে ১ দিনের ব্যবধানে ভারতীয় কারেন্সির দরপতন ঘটেছে ২ পয়সা।

one pherma

ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার এলএলপির প্রধান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অনিল কুমার বনসালি বলেন, থ্যাংকসগিভিং হলিডের কারণে বাজারে নগদ অর্থপ্রবাহ নেই। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) অলস সময় কাটাচ্ছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ শেয়ারমার্কেট মন্থর রয়েছে। ফলে রুপির অবমূল্যায়ন ঘটেছে।

একই দিনে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১২ শতাংশ। বর্তমানে যা ১০৩ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ব্যারেলপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৮১ দশমিক ৩৭ ডলারে। তবু ভারতের মুদ্রার পতন হয়েছে।

যার নেপথ্যে রয়েছে দেশটির পুঁজিবাজারের নিম্নমুখিতা। আলোচিত দিনে বিএসই সেনসেক্স সূচক নিম্নগামী হয়েছে ৪০ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ। আর এনএসই নিফটির অবনমন ঘটেছে ২ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us