রওশন এরশাদের সঙ্গে জিএম কাদেরের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (২৫ নভেম্বর) রাত পৌঁনে নয়টার দিকে বিরোধী দলীয় এ নেতার গুলশানের বাসায় পৌঁছান জাপা চেয়ারম্যান। তারা দুজন পারিবারিকভাবে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন>> প্রধানমন্ত্রীর দেয়া তালিকা ধরে নির্বাচনে বিজয়ী ঘোষণা করবে ইসি: রিজভী

জাপার একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রটি জানায়।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ ও পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহী এরশাদ সাদ।

প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে এ বৈঠক। রাত দশ টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us