শ্যামলীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সড়ক ও জনপথ এলাকায় বাসটিতে আগুন লাগানো হয়। পরে স্থানীয় জনতার চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।

Islami Bank

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কল্যাণপুর স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে।

আরও পড়ুন>> রেমিট্যান্সে সুবাতাস, ২৪ দিনে এলো ১৪৯ কোটি ডলার

one pherma

উল্লেখ্য, নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে বলে জানিয়েছে দলটি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us