জামিন পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

রাজধানীর নিউমার্কেট বাসে আগুন দেয়ার মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর।

Islami Bank

বুধবার (২৯ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের তার জামিন মঞ্জুর করেন।

গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বাসের চালক বাদী হয়ে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই রাজধানীর একটি বাসা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

one pherma

আরও পড়ুন>> বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব: ইইউ

পরদিন ৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর রিমান্ড শেষে গত ৯ নভেম্বর ওমরকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us