হাজারের বেশি যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’

ট্রেনে কক্সবাজার যাওয়ার স্বপ্ন পূরণ হলো ঢাকাবাসীর। প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল ‌‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি।

Islami Bank

শুক্রবার (০১ ডিসেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ১ হাজার ১০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি।

এদিন কক্সবাজারগামী অধিকাংশই ছিল ভ্রমণের জন্য আসা যাত্রী। নিজেদের এই ইতিহাসের অংশ করে নিতে পরিবার ও বন্ধুদের নিয়ে কক্সবাজার যেতে দেখা যায় অনেককে।

আরও পড়ুন>> ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত: জয়

one pherma

এ দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কোচের যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় রেলওয়ে ডিজি মো. কামরুল আহসানকে। এর আগে রাত ৯টা ৩৯ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় ‘কক্সবাজার এক্সপ্রেস’।

এর আগে, শুক্রবার রাত ৯টা ৩৮ মি‌নি‌টে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন‌টি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায় ।

দুপুর ১২টা ৪০ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি প্রথমবারের মতো কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে ট্রেন‌টি আবার রাত সাড়ে ১০টা ৫৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us