ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভ

প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যানের আহবানে

জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকার কেড়ে নিয়ে সরকার কর্তৃক প্রহসনমুলক নির্বাচন আয়োজনের প্রতিবাদে আজ ৬ ডিসেম্বর ২০২৩, ঢাকায় পুরানা পল্টন মোড়ে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

Islami Bank

সমাবেশে বক্তারা বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘায়িত করতে গায়ের জোড়ে ও বিদেশী শক্তির মদদে সরকার এক প্রহসনের আয়োজন করছে। সরকার প্রধান শেখ হাসিনাও ডামি প্রার্থী নিশ্চিত করে নির্বাচনের এ প্রহসনের বিষয় তুলে ধরেছে। এর সাথে জনগণ কর্তৃক তার প্রতিনিধি নির্বাচনের কোন বিষয় নাই।

আরো পড়ুনঃ নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি

one pherma

নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা সুশান্ত সিনহা প্রমুখ।
সুতরাং, নির্বাচনের নামে ফ্যাসিবাদ রক্ষার এ প্রহসনকে রুখে দাঁড়ানো এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য বক্তারা জনগণের প্রতি আহŸান জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশ শেষে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার মিছিল পল্টন মোড় থেকে বিজয় নগর অভিমূখে রাজপথ প্রদক্ষিণ করেছে।
ইবাংলা/ জে ডি সি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us