২৮৩ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৮৩ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার।

Islami Bank

বুধবার (০৬ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

আরও পড়ুন>>  ইসিকে ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে রোমানিয়ার অ্যালোনাইট মেডিটাইম অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেড অ্যান্ড মার্ক এক্সিম লিমিটেডের কাছ থেকে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোন দেয়া হয়েছে।

one pherma

লিটারপ্রতি ১৫৪ টাকা ৬২ পয়সা দরে এতে মোট ব্যয় হবে ২৮৩ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা।

এর আগে, গত ২২ নভেম্বর আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারসের কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোন দেয়া হয়। লিটারপ্রতি ১৫৪ টাকা ৬০ পয়সা দরে এর ব্যয় ধরা হয়েছিল ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us