রোববার সারাদেশে বিএনপির মানববন্ধন

ঢাকাসহ সারাদেশের জেলা সদরে আগামীকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন করবে বিএনপি। গুম-খুন পরিবারের সদস্যদের নিয়ে এ মানববন্ধন করবে দলটি। পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলো ও জোট এ কর্মসূচি পালন করবে। এ কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। তবে এতে নির্যাতিত পরিবারের সদস্যদের বেশি জমায়েতের নির্দেশনা দেয়া হয়েছে।

কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। রাজধানীকে গুরুত্ব দিয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ঢাকার বাইরে অন্যান্য জেলাও মানববন্ধন সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। সরকারের দিক থেকে যদি বাধা-বিপত্তি আসলে সবকিছুকে প্রতিহত করে মানববন্ধন কর্মসূচি সফল করা হবে বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন>> দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন: প্রধান বিচারপতি

জানা গেছে, আগামীকালের মানববন্ধন থেকে নতুন কর্মসূচি দেয়া হবে বলে। তবে এখন হরতাল বা অবরোধের মত কর্মসূচি পরিহার করবে বিএনপি। নেতাকর্মীদের মাঠে নামাতে জনসম্পৃক্ত কর্মসূচি দেয়া হতে পারে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসাবেশ কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় টানা অবরোধ ও হরতাল পালন করে বিএনপি। হরতাল ও অবরোধের ডাক দিয়েও মাঠে থাকেনি নেতারা। কর্মীদের উপস্থিতও ছিল কম। যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলো ১৫-২০ মিনিটের মিছিল করে দ্বায় সেরেছে। অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হয় এসব কর্মসূচি।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বানের আগে মাঠের রাজনীতি জোরদার করতে চায় বিএনপি। নেতাকর্মী মাঠে নামেতে আগামীকালের মানববন্ধন গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির হাইকমান্ড। সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us