প্রার্থিতা ফিরে পেয়েই বঙ্গবন্ধুর সমাধিস্থলে মাহি 

রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল হলেও নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। মনোনয়নপত্রের বৈধতা পেয়েই চলে গেছেন টুঙ্গিপাড়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েই নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মাহি নিজেই।

Islami Bank

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুকে মাহি কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করছেন তিনি। অন্য একটি ছবিতে দেখা গেছে জাতির পিতার প্রতিকৃতির দিকে তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে।

আরও পড়ুন>> পদোন্নতি পেয়ে এএসপি হলেন ১৯ পুলিশ পরিদর্শক

one pherma

ক্যাপশনে মাহি লিখেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি।

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহি। এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন মাহি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us