গোলরক্ষকের তালিকায় যারা ফিফার বর্ষসেরা

ক্রীড়াঙ্গন ডেস্ক

২০১৬ সাল থেকে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার দেওয়ার প্রচলন শুরু হয়। প্রতিবছর ফুটবল মাঠে ব্যক্তিগত পারফরম্যান্সে সেরা ফুটবলারকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য নির্বাচিত করে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

Islami Bank

এবার ফিফার বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় উঠে এসেছেন মরক্কোর ইয়াসিন বুনো। কাতার বিশ্বকাপে চমক দেখানো এই অতন্দ্র প্রহরীর সঙ্গে আরও রয়েছেন বেলজিয়ামের থিবো কোর্তোয়া ও ব্রাজিলের এডারসন।

আরও পড়ুন…নোবিপ্রবিতে কোয়েনের উদ্যোগে পরিবেশের সুরক্ষায় প্লগিং

one pherma

আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ফিফার প্রকাশিত তালিকা থেকে বর্ষসেরা গোলরক্ষকের নাম ঘোষণা করা হবে। এর আগে, ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকদের ভোটগ্রহণ চলবে। সেখান থেকে নির্বাচিত করা হবে সেরা গোলরক্ষক।

২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত গোলকিপারদের পারফরম্যান্সের ভিত্তিতে এবারের তালিকা তৈরি করা হয়েছে। এর আগে সর্বশেষ ২০২২ সালে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। কোপা আমেরিকা জয়ের পেছনেও তার অনন্য ভূমিকা ছিল।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us