কুমিল্লা সিটি মেয়র রিফাত আর নেই

না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Islami Bank

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আরও পড়ুন>> শেষ হলো জলবায়ু সম্মেলন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চুক্তি 

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

one pherma

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আরফানুল হক রিফাত।

উল্লেখ্য, গত বছরের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ২৩ জুন গেজেট প্রকাশিত হয়। ৫ জুলাই মেয়র হিসেবে শপথ নেন এবং ৭ জুলাই মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us