গুঞ্জন সত্যি হলো, ইধিকাই হলেন রাজের নায়িকা

নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ‘সত্তা’ সিনেমা বানিয়েছিলেন শাকিব খানকে নিয়ে। এরপর তাকে নিয়ে ‘কবি’ নামে একটি সিনেমা বানানোর ঘোষণা দেন তিনি। শুরুতে শাকিব খানকে নেয়ার কথা থাকলেও ব্যাটে-বলে না মেলায় তার স্থানে নেয়া হয়েছে শরিফুল রাজকে। নায়কের বিষয়টি জানা গেলেও নায়িকা নিয়ে ধোঁয়াশা ছিল। গুঞ্জন ছিল রাজের বিপরীতে থাকছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

Islami Bank

বাংলাদেশে ইধিকার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘কবি’। এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন>> গাজীপুরে ট্রেনে নাশকতাকারীরা মানবতার শত্রু: রিজভী

‘কবি’ সিনেমার গল্প ভালোবাসা ও অ্যাকশনধর্মী। সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ করা হবে। বর্তমানে ‘কবি’ সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে একটা কর্মশালা চলছে কলকাতায়। আগামী দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে।

one pherma

রাজ-ইধিকা ছাড়াও ‘কবি’ সিনেমায় অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।

শরীফুল রাজ অভিনীত ‘ন ডরাই’, ‘পরান’, ‘হাওয়া’, ‘দামাল’ সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ওমর’ ও ‘দেয়ালের দেশ’ নামের দু’টি সিনেমা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us