‘প্রেমের টানে’ স্কুলছাত্র ভাতিজাকে নিয়ে ঘর ছেড়েছেন চাচি

নীলফামারীর ডোমারে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরকে নিয়ে ‘প্রেমের টানে’ ঘর ছেড়েছেন এক গৃহবধূ। তারা সর্ম্পকে চাচি-ভাতিজা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বাস্তবে রূপ দিতে তারা নিরুদ্দেশ হয়েছেন।

Islami Bank

মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলার ডোমার ইউনিয়নের হুজুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাচির বয়স ৩০ বছর হলেও, ভাতিজা মো. রাকিবের বয়স (১৬)।

আরও পড়ুন>> প্রাথমিক শিক্ষক নিয়োগের ১ম ধাপের ফল কবে, যা জানা গেল

স্থানীয় সূত্রে জানা গেছে, হুজুরপাড়া এলাকার মো. বেলাল হোসেন ৮ বছর আগে পারিবারিকভাবে বৃষ্টি আক্তারকে বিয়ে করেন। এসময় তাদের একটি সন্তানও হয়। বেলালের বড় ভাই সলেমানের ছেলে রাকিব ইসলামের সঙ্গে বৃষ্টির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মঙ্গলবার রাতে স্বামী-সন্তানকে ফেলে ভাতিজার হাত ধরে নিরুদ্দেশ হন চাচি।

one pherma

এর আগেও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ঝামেলা হওয়ায় বেলালের স্ত্রী বৃষ্টি তার বাবার বাড়িতে চলে গিয়েছিল। প্রায় একমাস সেখানে থাকার পর পারিবারিক ভাবে মিমাংসা হয়েছিল।

এ বিষয়ে ওই গৃহবধুর স্বামী বেলাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আলমগীর বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় সমাধানের পথ খুঁজছেন পরিবারের লোকজন৷

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us