মোহাম্মদপুরে দোকানে অগ্নিকাণ্ড, নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় অগ্নিকাণ্ডে শফিক (৬০) নামে একজন নিহত হয়েছে।

Islami Bank

শনিবার (১৬ ডিসেম্বর) আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন>> আজ বাঙালির বিজয়ের দিন, গর্বের দিন

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বলেন, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ভোলা টেলিকম নামে একটি দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শফিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

one pherma

তিনি জানান, শফিক ঢাকা উদ্যান এলাকায় থাকতেন। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার রামকেশব গ্রামে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে কন্ট্রোল রুমে খবর আসে ঢাকা উদ্যান এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us