ফের জিএম কাদেরকে প্রাণনাশের হুমকি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় ঘোষণা দেয়ায় ফের প্রাণনাশের হুমকি পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

Islami Bank

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে তার হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়।

এই নম্বর থেকে এর আগেও তিনি হুমকি পেয়েছিলেন। এ বিষয়ে ১৪ ডিসেম্বর উত্তরা থানায় জিডিও করা হয়েছিল।

আরও পড়ুন>> গুলিস্তানে ভরদুপুরে বাসে আগুন

one pherma

সোমবার হোয়াটসঅ্যাপে দেয়া হুমকিতে বলা হয়েছে, ঢাকা-১৮ তে এবং রংপুরে আশা করি সাবধানতার সঙ্গে প্রচারকার্য চালাবেন। হয়তো বা নির্বাচনের আগেই আপনার স্ত্রী এবং আপনার সঙ্গে আজরাইলের দেখা হতে পারে। তবে নির্বাচন থেকে সরে এলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে।

হুমকিদাতারা আরও লেখেন, ২৭৪ টি আসনে জয়ী করে দেয়ার শর্তে মাত্র ২৬টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না। আমরা আর্মি থেকে প্রশিক্ষিত।

হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদেরের ব্যাক্তিগত সহকারী আবদুল হান্নান। তিনি টেলিফোনে বলেন, এ ধরনের হুমকি এর আগেও এসেছিল। আজ নির্বাচনি প্রচারে গিয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের বলেছেন, হুমকি ধমকিতে জিএম কাদেরকে ভয় দেখানো যাবে না। জনগণ জাতীয় পার্টির পক্ষে। ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গলের বিজয় হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us