আওয়ামী লীগ অভিশপ্ত দলে পরিণত হয়েছে: নুর

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন অভিশপ্ত দলে পরিণত হয়েছে। ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এখন মরিয়া। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে এই নির্বাচন করছে আওয়ীমী লীগ। এখন ধর্মের অপব্যাখ্যা ও অপপ্রচার করে নৌকায় ভোট চাচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন, এই নৌকা নাকি নূহ নবীর নৌকা, এটা ধর্মের অপব্যাখ্যা। এই নৌকা নূহ নবীর নৌকা হলে বুঝতে হবে শেখ হাসিনা কেয়ামত ডেকে আনছেন। নির্বাচনে সবচেয়ে বেশি ধর্মকে ব্যবহার করছে আওয়ামী লীগই।’

Islami Bank

শুক্রবার (২২ ডিসেম্বর) অসহযোগ আন্দোলনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে পুরানা পল্টন বিজয় নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে সংক্ষিপ্ত পথসভা শেষে লিফলেট বিতরণ করেছে গণঅধিকার পরিষদ। এসময় নুর এসব কথা বলেন।

আরও পড়ুন>> দুই শতাধিক প্রার্থীকে শোকজ, মামলার প্রস্তুতি চলছে

নুরুল হক নুর বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনকে বয়কট করছে। এরা নিজেরা নিজেরা ভাগ-বাটোয়ারার নির্বাচন করছে। আরেক দল জাতীয় পার্টি, এরা না সরকারি দল না বিরোধী দল। আমি বলব, এরা কোনো রাজনৈতিক দলই না, এরা সার্কাস পার্টি। কোনো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ জাতীয় পার্টি করতে পারে না।’

one pherma

নুর বলেন, ‘এরশাদ ক্ষমতায় থাকতে অসৎ সুবিধা দিয়ে এই দল তৈরি করেছেন। আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা আর ভারতের গোয়েন্দা সংস্থা ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে এসেছে। এদের কারও ব্যক্তিত্ব নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান- দেশের অস্তিত্ব রক্ষায় আপনারা জনগণের পাশে থাকুন। অসহযোগ আন্দোলন সফল করতে সরকারি অফিস-আদালতে তালা দিয়ে বন্ধ করে জনগণের আন্দোলনে শামিল হোন।’

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us