হামাসের হামলায় ১১ ইসরাইলি সেনা নিহত

দুই মাসের বেশি সময় ধরে চলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ। সেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আহত লাখ লাখ। বাস্তহারা হয়েছে ২০ লাখের বেশি মানুষ।

তবুও থামছে না ইসরাইলী বোমা হামলা। এক কথায় টানা বোমা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজা। এতকিছুর পর হামাস আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন>> আরও কমলো সয়াবিনের দাম

গাজার উত্তরাঞ্চলের আল-তুয়াম এলাকায় মেশিনগান দিয়ে লড়াইয়ে ইসরাইল স্পেশাল ফোর্সের অন্তত ১১ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এর আগে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে জানানো হয়, গত তিন দিনে তাদের হামলায় ২৫ ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছেন।

গত ৭ অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বেশি। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সংখ্যা ২০ হাজার ছুঁয়েছে। নিহতদের মধ্যে চার হাজার শিশু এবং ছয় হাজার ২০০ নারী রয়েছেন। এ ছাড়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের ৫৫ হাজার মানুষ আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us