ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম বলেন, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.