বিএনপির দেশ অচলের হুমকি ইস্যুতে যা বললেন ডিবি প্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, দেশ অচলে আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারির মধ্যে বিএনপির কর্মসূচি আমরা আমলে নিচ্ছি না। অনেক ঘোষণাই আমরা অতীতে শুনেছি। অতীতেও আমলে নেইনি, ভবিষ্যতেও এ ধরনের ঘোষণা আমলে নেবো না।

Islami Bank

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন>>  ছুটি কাটিয়ে ঢাকায় ফি‌রলেন পিটার হাস

হারুন অর রশীদ বলেন, একসময় বাসে, বিভিন্ন স্থাপনায় হামলা ও পুলিশের ওপর হামলা করেছে। আমরা সবসময় মানুষের জান-মালের নিরাপত্তায় প্রয়োজনীয় সবকিছু করে থাকি। হামলাকারীদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। যাতে করে দুর্বৃত্তরা দুর্বৃত্তায়ন, নাশকতা চালাতে না পারে।

one pherma

ডিবি প্রধান বলেন, নির্বাচন ঘিরে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, সেটি যাতে না হয় সেজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের সব পুলিশ সদস্য, যার যা দায়িত্ব তা পালন করে যাচ্ছি।

এত নিরাপত্তার মাঝেও তেজগাঁওয়ে যারা আগুন দিলো তাদের চিহ্নিত করে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না? এমন প্রশ্নে হারুন অর রশীদ বলেন, আমরা অধিকাংশ ঘটনায় আপ্রাণ চেষ্টা করি শনাক্ত করার জন্য। বেশিরভাগ ঘটনায় শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের টিম কাজ করছে। আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই যে কালই ধরে ফেলবো। যেকোনো সময় ট্রেনে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার করা হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us