সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে।

Islami Bank

শুক্রবার (২৯ ডিসেম্বর) এপিবিএনের সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন>> ভোটের মাঠে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

বার্তায় বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে।

one pherma

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে মেট্রোপলিটন এলাকা, জেলায় এসব এপিবিএন ফোর্স দায়িত্ব পালন করবে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তারা মোতায়েন থাকবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us