আপিল কমিটির খবর প্রকাশে পাঁচ দিন সময় নিল বাফুফে

তৃতীয় বিভাগ ফুটবলে খেলবে বলে চকবাজার কিংস বিকেএসপির ফুটবলার নিয়েছিল। যারা পরবর্তী সময় দ্বিতীয় বিভাগেও খেলেছে। আর এ নিয়ে বিকেএসপিকে এক বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করে। জরিমানাও করা হয়েছিল ১ লাখ টাকা। বিকেএসপি তাদের নিজেদের অভ্যন্তরীণ তদন্ত করে দেখেছে, এই অপরাধে বিকেএসপির সংশ্লিষ্টতা নেই।

Islami Bank

আরও পড়ুন>> সরকারের সুবিধাভোগী সোয়া ৩ কোটি ভোটার উপস্থিতি নিশ্চিতে রিট

বিকেএসপি আপিল করে সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করে মুক্তি দেয় বিকেএসপিকে। নিষিদ্ধ করেছিল সেটি তুলে নেয়া হয় এবং ১ লাখ টাকা জরিমানাও মওকুফ করা হয়। এতে খুশি বিকেএসপি। তবে এই অনিয়মের সঙ্গে জড়িত বিকেএসপির সিনিয়র কোচ শাহীনুল হককে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় এবং সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

one pherma

আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলামকে দেয়া চার ম্যাচের শাস্তির মেয়াদ কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে। ইতিমধ্যে দুই ম্যাচ কেটে গেছে। আর ৩০ হাজার টাকা জরিমানা বহাল রেখেছে বাফুফের আপিল কমিটি। এই কমিটির সভা হয়েছে গত ২৮ ডিসেম্বর। আর সংবাদ মাধ্যমকে জানিয়েছে পাঁচ দিন পর।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us