দেশে ভোটার প্রায় ১২ কোটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দেয়া তথ্যমতে, দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৬২ জন।

Islami Bank

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, এবারের জাতীয় নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন এবং নারী ভোটার আছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৯ জন।

আরও পড়ুন>> জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৮, নিখোঁজ অর্ধশতাধিক

one pherma

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি। সেই সাথে চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রচারণার শেষ দিন। তাই শেষ সময়ে নিজ এলাকার ভোটারদের ভরসা ও প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করছেন তারা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us