ঘন কুয়াশা: চাঁদপুরে লঞ্চ ও কার্গোর সংঘর্ষ, নিখোঁজ ১

ঘন কুয়াশায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে লঞ্চ কার্গোর মুখোমুখি সংঘর্ষে এক নারী নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন এক যুবক।

Islami Bank

বৃহস্পতিবার রাত দেড়টায় এখলাসপুর গ্রামের সামনে নদীতে নোঙর করে রাখা মার্কেন্টাইল-৩ কার্গো জাহাজের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চের সংঘর্ষ হয় বলে জানিয়েছেন মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান।

ঘটনায় নিখোঁজ লঞ্চের যাত্রী রিনা বেগম সেনাবাহিনীর একজন সার্জেন্টের স্ত্রী। অপর এক যাত্রীর পা ভেঙে যাওয়ায় তাকে প্রাথমিকভাবে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌ পুলিশের মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত সাড়েটায় ঢাকা থেকে সুন্দরবন-১৬ লঞ্চটি প্রায় দুই হাজার যাত্রীসহ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। মধ্য রাতে ঘনকুয়াশায় নদীতে নোঙর করা কার্গো জাহাজটির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে।

one pherma

সংঘর্ষে সুন্দরবন-১৬ লঞ্চটির মাঝখানে কিছু অংশ ভেঙে যায়। ধাক্কার পরে লঞ্চটি নদীর কিনারে নিতে সক্ষম হন চালক।

চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় কবলিত লঞ্চ কার্গোটি এখলাসপুরেই নোঙর করা রয়েছে। নৌ পুলিশের সহায়তায় তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

অন্য একটি লঞ্চ সুন্দরবন-১৫ এনে অর্ধেক যাত্রীদের গন্তব্যে পাঠানো হচ্ছে এবং অপর যাত্রীদের নেওয়ার জন্য সুন্দরবন-১৪ আসছে।

নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us