মগবাজার ও ‍মুগদায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মগবাজার ও মুগদায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত পৌনে দশটার দিকে পৃথক এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Islami Bank

মুগদা ঝিলপাড় ওয়েসিস স্কুল ভোট কেন্দ্রের সামনে রাত সাড়ে ৯টায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়া মগবাজার মোড়ে ২টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, ‘এখনো এ ধরনের খবর আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবো।’

আরও পড়ুন>> মধ্যরাতে জ্বলছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

এদিকে প্রায় একই সময়ে মগবাজার মোড়ে ৩টি ককটেল বিস্ফোরিত হয়।

one pherma

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগ মুহূর্তে বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলোর হরতালসহ আন্দোলন কর্মসূচির মধ্যে রাজধানীতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

এর আগে শুক্রবার গোপীবাগে চলন্ত ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শুক্রবার সন্ধা থেকে সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোটকেন্দ্র, যানবাহন ও অন্যান্য একাধিক স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us