দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের স্থগিত করা ভোট আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৮ জানূযারি) এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউলয়াল। এর আগে রোববার (৭ জানুয়ারি) অনিয়মের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়।
আরও পড়ুন>> পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার পথে শেখ হাসিনা, বিরোধী দলে কে
এদিন ভোটগ্রহণ শেষ হওয়ার শেষ মুহূর্তে বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনা ঘটে। ফলে এক কেন্দ্রের অনিয়মে আটকে যায় ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল ঘোষণা।
জানা যায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত রয়েছে।
এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.