জয়ের পরদিনই মিরপুরে সাকিব

কথায় আছে, ‘রতনে রতন চেনে’। নির্বাচনী মঞ্চে পরিচয় করিয়ে দিতে গিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেছিলেন, ‘আমাদের একটা রত্ন আছে, ক্রিকেট রত্ন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে তাকে আমরা মনোনয়ন দিয়েছি। এবারের ইলেকশনে তুমি শুধু ছক্কা মেরে দিও।’ প্রথমবার ভোটের মাঠে নেমে ঠিকই ছক্কা হাঁকিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নৌকার মাঝি হয়ে পেয়েছেন বিশাল জয়। জনপ্রতিনিধিত্ব যদি হয় মানব কল্যাণের বড় সুযোগ, তাবে তার মূলমন্ত্র ‘তুমি যত ওপরেই ওঠো, শিকড় ভুলো না।’ সেটিই প্রমাণ করলেন সুপার সাকিব।

এমপি হওয়ার পরদিনই চলে এলেন হোম অব ক্রিকেট মিরপুরে! সোমবার বিকেল ৩টার পর মিরপুরের ইনডোরে প্রবেশ করেন সাকিব। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দশম আসর। বলার অপেক্ষা রাখে না, সেটির প্রস্তুতিই শুরু করে দিয়েছেন সাকিব। এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। সাকিব আসার আগেই ইনডোরে উপস্থিত হন তার দীর্ঘদিনের মেন্টর ও কোচ নাজমুল আবেদিন, বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম, ট্রেনার তুষার কান্তি হাওলাদার ও চিকিৎসক মঞ্জুর হোসাইন।

গত প্রায় তিন সপ্তাহ মাগুরায় নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন সাকিব। সেই তুমুল ব্যস্ততার ফাঁকেই মাগুরা স্টেডিয়ামে ফিটনেস নিয়ে কিছুটা কাজ করতে দেখা গেছে তাকে। নির্বাচন শেষে আর একদিন অপেক্ষা না করে ব্যাট-বলে নিজেকে শাণিত করার লড়াই শুরু করলেন তিনি। ব্যাট-বল হাতে মিরপুরের ইনডোরে নেমে পড়লেন ৩৬ বছর বয়সী তুখোড় এ অলরাউন্ডার। গত বিশ্বকাপের শেষ দিকে চোট নিয়ে ছিটকে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন সাকিব।

দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও পরে নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। বিপিএল দিয়েই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বসুন্ধরায় রংপুর রাইডার্সের নিজস্ব অনুশীলন মাঠে শুক্রবার থেকে অনুশীলনের কথা রয়েছে তার। সাকিব নির্বাচনে প্রার্থী হওয়ার পরই প্রশ্ন হঠে, তবে কি ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার? সেই প্রশ্ন উড়িয়ে দিয়ে সাকিব বরং জানিয়েছিলেন, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিয়ে জাতীয় দলে আরও বেশি সময় দেবেন তিনি।

এরপরই ক্রিকেট অপারেশনস জালাল ইউনুস বলেন, সাকিবই আমাদের তিন ফরম্যাটের অধিনায়ক, সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।  ওদিকে এবারের বিপিএলে যেন আগের মতো সম্প্রচার, ডিআরএস এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিয়ে কোনোরকম সমালোচনা না হয় সেজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রচার মান ও গ্রাফিক্স নিয়ে অভিযোগ বেশ পুরনো। তবে সেসব অভিযোগের সমাপ্তি হচ্ছে এবার। ফলে উন্নতমানের সম্প্রচারের ফলে আকর্ষণীয় হয়ে উঠবে এবারের বিপিএল। এবারের বিপিএলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের জন্য নতুন শর্ত আনছে বিসিবি। বিশ্বমানের সম্প্রচার নিশ্চিত করার জন্য শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের থাকতে হবে আইপিএল, বিগব্যাশের মতো টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্টের অভিজ্ঞতা। ১৯ জানুয়ারি শুরু বিপিএল চলবে এক মাসেরও বেশি সময়। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us