আফগানিস্তানে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানে উত্তর-পূর্ব অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে কেঁপে উঠেছে দেশটির রাজধানী কাবুল থেকে প্রতিবেশী পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত ভবনগুলো।

Islami Bank

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানা গেছে।

আরও পড়ুন>> নতুন মন্ত্রিসভায় ৪ নারী 

এক প্রতিবেদনে আল আরাবিয়া বলছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের বাদাখশানের পাহাড়ি হিন্দুকুশ অঞ্চলের জুর্ম জেলায়।

one pherma

তবে বৃহস্পতিবারের এই ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টার আগে ভূমিকম্পটি আঘাত হানে। যা উৎপত্তিস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) দূরে রাজধানী কাবুলেও অনুভূত হয়।

প্রসঙ্গত, আফগানিস্তান প্রায়শই ভূমিকম্পে কেঁপে ওঠে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়, ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে বেশি হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us