ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট

ঘন কুয়াশায় পরিবহনের ধীরগতি ও এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। দিনভর এই যানজট নিরসনে হাইওয়ে ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সদস্যরা কাজ করেছে। অপরদিকে যানজট ও তীব্র শীতের কারণে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।

Islami Bank

ট্রাকচালক সোনা মিয়া বলেন, ঢাকা থেকে সকাল ৮টায় এলেঙ্গাতে পৌঁছেছি। এসে দেখি ধীরে ধীরে গাড়ি চলাচল করছে। প্রচুর কুয়াশা ও অনেক শীত। কিছু অপ্রশিক্ষিত চালকদের কারণে আরও যানজট বেশি সৃষ্টি হয়।

one pherma

নাম প্রকাশে অনিচ্ছুক ডিউটিরত এক পুলিশ কর্মকর্তা জানান, ভোর রাতে কুয়াশা কিছুটা বেড়ে যাওয়াতে যানবাহন ধীরগতিতে চলাচল করে। এসময় কিছু অদক্ষ চালকরা এলোমেলোভাবে গাড়ি নিয়ে মহাসড়কে ৩ লেন করে ফেলে। এতে অপর লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, ঘন কুয়াশা ও রাতে হাতিলা এলাকায় একটি গাড়ি নষ্ট হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us