সরকার গঠনের পর প্রথম সফরে গোপালগঞ্জ গেলেন প্রধানমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর ঢাকার বাইরে প্রথম সফরে গোপালগঞ্জ গেলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরে শেখ হাসিনা শনিবার সকাল সোয়া ৯টার দিকে তার সরকারি বাসভবন গণভবন থেকে রওনা হন।

সকাল দশটার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মাসেতু অতিক্রম করে।

দুইদিনের এই সফরের প্রথম দিন টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। বিকালে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

রাতে নিজ বাড়িতেই থাকবেন বঙ্গবন্ধুকন্যা।

পরদিন রোববার সকালে কোটালীপাড়ায় যাবেন তিনি। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

ওইদিনই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এরআগে নির্বাচনি জনসভায় অংশ নিতে গত ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এর শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারও গঠন করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us