সৌদিতে যাচ্ছেন নেইমারের আরেক সতীর্থ

গত বছর জুড়ে একের পর এক ফুটবলার পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। যেখানে বড় চমক প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়ে থাকে নেইমার জুনিয়র। তবে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন তিনি। এবার তার দেখানো পথেই হাঁটতে যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের তার আরেক সতীর্থ। আল হিলালে যোগ দেয়ার দ্বারপ্রান্তে আছেন ব্রাজিল জাতীয় দলের লেফট ব্যাক রেনান লদি।

Islami Bank

এমন খবরই জানিয়েছেন দলবদলের সংবাদের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, লদিকে কেনার ব্যাপারে তার বর্তমান ক্লাব অলিম্পিক মার্শেইয়ের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে আল হিলাল। শিগগির চুক্তি স্বাক্ষর হয়ে যাবে বলে জানিয়েছেন রোমানো।

 

one pherma

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us