শরিফুল ছাড়াও বিপিএলে হ্যাটট্রিক করেছেন যারা

ইবাংলা ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল দুর্দান্ত ঢাকা। যেখানে কুমিল্লাকে পাঁচ উইকেটে হারিয়ে আসরে শুভসূচনা করেছে তাসকিন-সৈকতরা। এই ম্যাচে জয়ের অন্যতম নায়ক শরিফুল ইসলাম।

আসরের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি। সেই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। প্রথম ইনিংসের শেষ তিন বলে তিনি একে একে তুলে নিয়েছেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেট। যা বিপিএলের দশ আসরে এখন পর্যন্ত সপ্তম হ্যাটট্রিক।

আরও পড়ুন…থাইল্যান্ডে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৩

একইসঙ্গে চতুর্থ বাংলাদেশি হিসেবে এই হ্যাটট্রিক পেলেন শরিফুল।এদিন টস হেরে ব্যাট করতে নামা বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার সামনে বড় সংগ্রহের সুযোগ ছিল। কিন্তু তারা ইনিংসের প্রায় শেষ পর্যন্ত এক উইকেট হারালেও, সেই অর্থে কাঙ্ক্ষিত রান তুলতে পারেনি।

এর আগে বিপিএলে আরও তিন বাংলাদেশি হ্যাটট্রিক পেয়েছিলেন। যার শুরুটা হয়েছিল পেসার আল আমিন হোসেনের হাত ধরে। ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে সিলেট সুপার স্টারসের বিপক্ষে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করেন।

দ্বিতীয় হ্যাটট্রিক করেন স্পিনার আলিস আল ইসলাম, ২০১৯ আসরে ঢাকা ডিনামাইটসের হয়ে ওই কীর্তি গড়েন রংপুর রাইডার্সের বিপক্ষে। সর্বশেষ মৃত্যুঞ্জয় চৌধুরী নিজের অভিষেক আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে ২০২২ বিপিএলে হ্যাটট্রিক করেন।

আরও পড়ুন…শুভসূচনা দুর্দান্ত ঢাকার শক্তিশালী কুমিল্লাকে হারিয়ে

তবে ২০১২ সালে বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেছিলেন এক বিদেশি ক্রিকেটার। পাকিস্তানের মোহাম্মদ সামি দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে নেমে ওই কীর্তি গড়েন। এরপর ২০১৯ বিপিএল দেখেছিল দুটি হ্যাটট্রিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ।ওই আসরের শেষ হ্যাটট্রিক আসে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের বলে। ঢাকা ডায়নামাইটসের হয়ে তিনি ওই নজির গড়েন চিটাগাং ভাইকিংসের বিপক্ষে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us