ফের হলিউডে দীপিকা 

দীপিকা পাড়ুকোন গত বছর সামলেছেন শাহরুখকে। এ বছরের শুরুতেই হাত ধরেছেন হৃতিকের। এরইমধ্যে বলউডের মাস্তানির ডাক পড়ল হলিউডে। এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বি-টাউনে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

Islami Bank

সেখানকার একটি জনপ্রিয় ওয়েব সিরিজে যুক্ত হচ্ছেন বলে শোনা যাচ্ছে। জোর গুঞ্জন, এইচবিও-র হলিউড ওয়েব সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে দীপিকাকে দেখা যেতে পারে।

আরও পড়ুন>> প্রবাসীরা বন্ধু হিসেবে দেশের পাশে থাকে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

one pherma

২০২১ সালে এই সিরিজ প্রথমবার সম্প্রচারিত হয়। দ্বিতীয় সিজন আসে ২০২২ সালে। সিরিজে একটি হোটেলকে কেন্দ্র করে যাবতীয় ঘটনা ঘটতে থাকে। এবার তৃতীয় মৌসুমের পালা। তবে এ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অভনেত্রী।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ এক্সজেন্ডার কেজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন হলিউড সুপারস্টার ভিন ডিজেল। দীপিকাকে দেখা যায় সেরেনার চরিত্রে। ছবি তেমন সফল না হলেও ভিনের সঙ্গে দীপিকার বেশ ভালোই বন্ধুত্ব রয়েছে।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us