তারেকের সাজা কার্যকরে পদক্ষেপ নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে নিজ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন>>  রাজস্ব আহরণে বিশেষ অবদানে সম্মাননা পেল ইসলামী ব্যাংক

সারাহ কুকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে মন্ত্রী বলেন, মানবাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা না হলেও এই ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করবে বাংলাদেশ।

এর আগে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের জানান, নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের সাথে তার দেশ সম্পর্ক আরও জোরদার করবে।

মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নতুন সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করে যাবে বলেও জানান সারাহ কুক।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us