জাবি প্রেসক্লাবের নতুন নেতৃত্বে মোসাদ্দেক-নোমান

জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয় প্রেসক্লাবের ২০২২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের নোমান বিন হারুন নির্বাচিত হয়েছেন।

Islami Bank

রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ শুর হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম।

আরও পড়ুন >>  গঠনতন্ত্রে কাউকে বহিষ্কারের ক্ষমতা রওশন এরশাদের নেই: মুজিবুল হক

এসময় সহকারী নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এবাদুল্লাহ খান, আইন ও বিচার বিভাগের প্রভাষক জনাব আ জ ম উমর ফারুক সিদ্দিকী ও জাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমন উপস্থিত ছিলেন।

one pherma

নব নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন— সহ সভাপতি আয়েশা সিদ্দিকা মেঘলা (বিবার্তা২৪), যুগ্ম সম্পাদক ওয়াজহাতুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), কোষাধ্যক্ষ তানভীর ইবনে মোবারক (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক রাহাত চৌধুরী (দৈনিক প্রতিদিনের সংবাদ), গ্রন্থাগার সম্পাদক মাহমুদুল হাসান (বার্তা২৪) ।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— ওসমান সরদার (শেয়ার বিজ) ও মো. হাদীউজ্জামান (দৈনিক ভোরের ডাক)।

নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। ফলাফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us